বৃহস্পতিবার- ১৭ এপ্রিল, ২০২৫

অন্নপূর্ণা-১ পর্বত চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী

অন্নপূর্ণা-১ পর্বত চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী

বিশ্বের ১০ম সর্বোচ্চ ও অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্তান বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত এই পর্বতের চূড়ায় পা রাখলেন তিনি।

সোমবার (৭ই এপৃল) ভোরে বাবর আলী পর্বতশৃঙ্গের চূড়ায় পৌঁছান বলে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। তিনি জানান, এই অভিযানে বাবর আলীর সঙ্গে ছিলেন গাইড ফূর্বা অংগেল শেরপা। বর্তমানে বাবর আলী ক্যা¤প-৩ এ অবস্থান করছেন। আগামী দুই দিন তিনি ক্যা¤প-২ এরপর বেসক্যা¤প থেকে ধীরে ধীরে নিচে নেমে আসবেন।

তিনি আরও জানান, উচ্চতার হিসেবে অন্নপূর্ণা-১ দশম সর্বোচ্চ (২৬,৫৪৫ ফুট) পর্বতশৃঙ্গ হলেও পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত। এই পর্বতে সফল সামিটের বিপরীতে মৃত্যুর হার প্রায় ১৪ শতাংশ এবং ২০১২ সাল পর্যন্ত এটি ৩২ শতাংশ।

অভিযানের পৃষ্ঠপোষক ভার্টিকেল ড্রিমার্সের উপদেষ্টা শিহাব উদ্দীন জানান, গত মৌসুম পর্যন্ত এই পর্বত সামিট করেছেন ৫১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।

ভার্টিকেল ড্রিমার্সের তথ্যমতে, বাংলাদেশ থেকে বাবর আলী নেপালে গিয়েছেন ২৪শে মার্চ। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ২৬শে মার্চ কাঠমান্ডু থেকে বিমানে উড়ে যান পোখারা, এরপর ২৮শে মার্চ পৌঁছে যান বেসক্যা¤েপ।

উল্লেখ্য, পর্বতারোহণে বাবর আলীর পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিংয়ের জগতে তার হাতেখড়ি হয় ২০১০ সালে, পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ স¤পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত এগারো বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি।

ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ স¤পন্ন করেন ২০১৭ সালে। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৯৯ ফুট) আরোহণ করেন বাবর।

গত বছরের ১৯ মে এভারেস্ট জয় করেন পেশায় চিকিৎসক বাবর আলী। দু‘দিন পর ২১ মে নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে তিনি ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার লোৎসে চূড়া ¯পর্শ করেন। বাবর প্রথম বাংলাদেশি, যিনি পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেছেন।

৩৩ বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামের নজু মিয়া হাট এলাকায়। বাবা লিয়াকত আলী কুয়েত প্রবাসী ছিলেন। ২০১৭ সালে দেশে ফিরে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। মা লুৎফুন্নাহার বেগম গৃহিণী। তিন ভাই, এক বোনের মধ্যে বাবর দ্বিতীয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page