
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে অবশেষে সরানো হলো আলোচিত সেই হাসান বিন শামসকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিসিএস (গণপূর্ত) ক্যাডারের খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুল–কে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুল–কে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগদান করবেন। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে একই দিন অপরাহ্ন থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিডিএর প্রধান প্রকৌশলী পদটি খালি। এই পদে প্রায় সাড়ে ৬ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাজী হাসান বিন শামস। দীর্ঘদিন পর অবশেষে তাকে সরানো হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বহুল আলোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে।










































