শনিবার- ৬ সেপ্টেম্বর, ২০২৫

অবসর ভেঙে ফিরলেন তামিম ইকবাল

গণভবনে শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থেকে এশিয়া কাপে ফিরবেন তিনি।

এর আগে চলমান আফগানিস্তান সিরিজের মাঝে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর তামিম টিম হোটেল ছেড়ে চলে যান নিজের বাসায়। অবসরের দিন তার সাথে যোগাযোগ করতে পারেনি কেউ। দিনের পুরোটাই পরিবারের সদস্যদের সাথে কাটিয়েছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তামিমের দিক থেকে কোনো সাড়া মেলেনি।

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

এর মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রীর অফিস থেকে ডাক পড়ে তামিমের। দুপুরেই প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাত করতে যান সাবেক অধিনায়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেন।

হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে গণভবনে ডাকেন। এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিমের জন্য অপেক্ষা করবে বোর্ড।

আরও পড়ুন :  মিলির অপেক্ষায় শাকিব, চলছে রেজিস্ট্রেশন

আরও পড়ুন