সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : মেজর জেনারেল জিয়াউল

আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : মেজর জেনারেল জিয়াউল

য়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ।’ এমন কথা বললেন, সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান।

শুক্রবার (১৬ আগস্ট) নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় এসব কথা বলেন জিয়াউল আহসান।

নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে নিউমার্কেট থানা-পুলিশ।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানির সময় জিয়াউল আহসান কিছু বলতে চান। আদালত অনুমতি দেওয়ার পরে তিনি বলেন, ‘গত ৭ আগস্ট আমাকে তুলে নেওয়া হয়। আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ।’

প্রসঙ্গত, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম ‘আয়নাঘর’। ধারণা করা হয়, এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

আলোচনায় রয়েছে, শেখ হাসিনার শাসন আমলে এই আয়নাঘরের সৃষ্টি। সেখানে গুম হওয়া ব্যক্তিদের আটক রাখা হতো বলে জানা যায়। ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পর আয়নাঘর নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page