
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
ভাঙচুর করেছে নগরীর জিইসির মোড় এলাকায় কেএফসি রেঁেস্তারা ও কোকাকোলার সাইনবোর্ড। নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। পুড়ানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের কুশপুত্তলিকা।
সোমবার (৭ এপৃল) বিকেল সোয়া ৪টার দিকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বের হওয়া ইসরাইলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে এই ইট-পাটকেল ছোঁড়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি পালিত হয়েছে।
সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওয়ানা হয়। এতে সাধারণ মানুষসহ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেল সোয়া ৪টার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরই সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন কেএফসি রেস্তোঁরার সামনে থেমে যায়। একপর্যায়ে মিছিল থেকে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে রেস্তোঁরার সামনের অংশের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভেতরে কেউ ছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি কেএফসি রেস্তোঁরার সামনে থেকে অগ্রসর হয়ে জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেইটের দিকে যায়। এরপর আবারও জিইসি মোড়ে হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের উপরে থাকা কোকাকোলার সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই ভবনের কাঁচও ভেঙে পড়ে যায়। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি দুই নম্বর গেট অভিমুখে যাত্রা করে।
মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় তেরা মেরা রিশতা কেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরলো কেন, জাতিসংঘ বিচার চাই, বয়কট বয়কট, ইসরাইল বয়কট, আমেরিকার গালে গালে, জুতা মারো তালে তালে, ইহুদিদের গালে গালে, জুতা মারো তালে তালে, ইসরাইলের চামড়া তুলে নেব আমরা, ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর, ইসরাইল না ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন এসব ¯ে¬াগান দিয়ে আমেরিক্রা প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের কুশপুত্তুলিকা দাহ করেন।