রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে খুন খুলনার আ‘লীগ নেতা টিপুর সঙ্গী কে এই নারী?

কক্সবাজারে খুন খুলনার আ‘লীগ নেতা টিপুর সঙ্গী কে এই নারী?

ক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে খুন খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর সঙ্গী কে এই নারী? এই রহস্যের উত্তর খুঁজছে র‌্যাব। তবে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‍্যাব-১৫। আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন শনিবার এ তথ্য জানান। তিনি জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন।

হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সী-গাল এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। এরপর থেকে রুমি পলাতক বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।

হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, ‘বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেল আসেন। পরে তিনি হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দু‘জন অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফিরেননি বলে জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আব্দুস সালাম বাবু জানান, ঘটনার সময় তিনি গাড়ি নিয়ে হোটেল সীগালের সামনে তক্তা ব্রিজের পাশে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখেন। এ সময় ২/৩ জন লোককে অন্ধকারে ঝাউবনের ভিতর দিয়ে পালিয়ে যেতে দেখেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম ) মো. জসিম উদ্দিন বলেন, ‘রাতে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সীগাল এলাকা দিয়ে গোলাম রব্বানী টিপু হাঁটছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page