
কতই না শখ ছিল কক্সবাজার সৈকত দেখার। সেই শখ আর পূরণ হলো না। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন পাঁচ ভ্রমণপিপাসু। আহত হন আরও তিনজন। যাদের সবাই একই পরিবারের সদস্য।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ মালুমঘাট ফাঁসিয়াখালীর ঢালা এলাকার হাঁসের দিঘী ঢালায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারী (৪৫), তার স্ত্রী রুবি বেগম (৩৫), ছোট মেয়ে, মা, শাশুড়ি, বোন কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪), শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২) ও এক শ্যালক।
তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটির যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরমধ্যে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে তিনজন ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মারা যান। অন্য তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি মেহেদী হাসান আরও বলেন, নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী এবং তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫-৭৩৪৩) হাঁসের দিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মারসা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচজন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।











































