রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

কর্ণফুলীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার এক যাত্রী নিখোঁজ

কর্ণফুলীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার এক যাত্রী নিখোঁজ

ট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার দুই যাত্রী পানিতে তলিয়ে যায়। তবে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম কাজল বলে জানা গেলেও নিখোঁজ ব্যক্তির নাম জানাতে পারেননি কেউ। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে তারেক রহমানের জনসভা রবিবার

তিনি বলেন, কর্ণফুলীর নদীর পূর্বতীরে অবস্থিত বোয়ালখালী উপজেলা থেকে চট্টগ্রাম আসার সময় ফেরির সাথে নৌকার সংঘর্ষ ঘটে। এ সময় নৌকার দুইজন ফেরির নিচে পড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজনকে আমরা উদ্ধার করেছি। তার নাম কাজল। বর্তমানে আরও একজন নিখোঁজ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাকে উদ্ধারে আমরা চেষ্টা করছি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত অপারেটর জানান, ঘটনাস্থলে কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। সেখান থেকে ডুবুরি দল চাওয়া হয়েছে। এরই মধ্যে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ডুবুরি দল সেখানে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, গ্রেফতার ২ ভাই

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page