শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

কাপ্তাইয়ের কর্ণফুলীতে নিখোঁজ জেলের লাশ মিলল রাঙ্গুনিয়ায়

কাপ্তাইয়ের কর্ণফুলীতে নিখোঁজ জেলের লাশ মিলল রাঙ্গুনিয়ায়

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলেন নকুল কুমার মল্লিক (৫০) নামে এক জেলে। দু’দিন ধরে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না তাকে। অবশেষে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। 

বুধবার (১১ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাশেম খাল অংশে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নীলকান্ত মল্লিক।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

তিনি জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এবং লাশটি নিখোঁজ নকুল কুমার মল্লিকের বলে শনাক্ত করেন। তার বাড়ি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, নকুল কুমার মল্লিক গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যান। এরপর কর্ণফুলি নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।  ধারণা করা হচ্ছে, এ রোগে তিনি নদীর পানিতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার দু‘দিন পর লাশটি ভেসে উঠে।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page