রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা

দীর্ঘ প্রতীক্ষার পর খাগড়াছড়ি পার্বত্য জেলার নতুন অন্তর্বর্তী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিরুনা ত্রিপুরা। জেলা পরিষদ গঠনের পর প্রথমবারের মতো কোনো নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একইসাথে বিদায়ী অন্তর্বর্তী পরিষদ বাতিল করা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

নতুন এই অন্তর্বর্তী পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম, আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা ও অ্যাডভোকেট মনজিলা সুলতানা।

উল্লেখ্য, রাজনৈতিক নিয়োগের বাইরে এবারই প্রথম গঠিত হলো এই পরিষদ। ফলে পরিষদের সকল সদস্যই নতুন মুখ।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আইন, ১৯৮৯ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে।

এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তী পরিষদ। ১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন :  প্লাস্টিকের বিনিময়ে চট্টগ্রামে মিলছে নিত্যপণ্য ও চিকিৎসাসেবা

ঈশান/খম/বেবি

আরও পড়ুন

You cannot copy content of this page