মঙ্গলবার- ২১ অক্টোবর, ২০২৫

খাতুনগঞ্জে করাতকলের ভুষি দিয়ে মরিচ-হলুদের গুঁড়া তৈরি

খাতুনগঞ্জে করাতকলের ভুষি দিয়ে মরিচ-হলুদের গুঁড়া তৈরি

ট্টগ্রাম মহানগরের খাতুনগঞ্জে করাতকলের কাঠের ভুষির সঙ্গে রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরি করছে। এমন তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জের সেবা গলিতে এ অভিযান চালিয়ে এসব কারখানা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান জানান, কাঠের ভূষি, ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করেছি আমরা। তিনটি কারখানার মালিক পলাতক। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :  বাড়ি-গাড়ি, জাহাজ-লরি সবই আছে যমুনা অয়েলের গেজার জয়নালের!

অভিযানে সহায়তা করেন মহানগর পুলিশের একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page