শনিবার- ২৩ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে এডুমিগের মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২৫ আগস্ট

চট্টগ্রামে এডুমিগের মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২৫ আগস্ট

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বৃত্তি, ফ্রি কোর্স ও বিমান টিকিটের সুযোগ নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৫।

আগামী ২৫ আগস্ট, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের নাসিরাবাদের স্যানমার ওশান সিটির পাশে রহিমা সেন্টারের অষ্টম তলায় এ আয়োজন করবে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ।

এতে অংশ নেবেন বিশ্বের ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। ফলে শিক্ষার্থীরা সরাসরি জানতে পারবেন ভর্তি প্রক্রিয়া, বৃত্তির সুযোগ, কোর্স বাছাই, ভিসা প্রক্রিয়া, ক্যারিয়ার পরিকল্পনা ও স্থায়ী আবাসন (পি-আর) সংক্রান্ত তথ্য।

আরও পড়ুন :  কাজ করছেন রেলকর্মীরা, টাকা লুটছে ডিএন-১ প্রকৌশলী আবু রাফি!

এক্সপোতে অংশ নিলে শিক্ষার্থীরা পাবেন ২ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৃত্তি। যুক্তরাজ্যে পড়তে আগ্রহীদের জন্য থাকছে ফ্রি ওআইইটিসি ও আইইএলটিএস রেজিস্ট্রেশন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য ফ্রি পিটিই কোর্স, আর মালয়েশিয়ার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে ফ্রি বিমান টিকিট।

তাছাড়া, এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শীর্ষ তিনজন পাবেন আকর্ষণীয় পুরস্কার।

আরও পড়ুন :  পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল নিয়োগ

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page