শনিবার- ১৭ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, গ্রেফতার ২ ভাই

চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, গ্রেফতার ২ ভাই

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলীয় ইউনিয়ন পরিষদেও এক চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদামের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল অস্ত্রশস্ত্রও। অস্ত্র রাখায় গ্রেফতার করা হয়েছে দুই ভাইকে।

শুক্রবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে মৃত আবুল বশর চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। গ্রেফতার দুজন হলেন- মো. সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তারা আওয়ামী লীগের নেতা মৃত আবুল বশরের ছেলে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে এবার সর্বোচ্চ আয়ের রেকর্ড

মাঠে দায়িত্বরত সেনাবাহিনীর বোয়ালখালী ক্যা¤প কমান্ডার মেজর রাসেল প্রধান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে তাদের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুইটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযানের জন্য আমরা (সেনাসদস্য) চেয়ারম্যানের বাড়িতে গেলে দুই ভাই পুকুরে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। তবে আমরা তাদের ধরতে সক্ষম হই। এরপর তাদের দেওয়া তথ্যে পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিইএন-১ প্রকৌশলী আবু রাফির ‘উলঙ্গ দূর্নীতি’!

গ্রেফতার রুমির বিরুদ্ধে ছয়টি ও বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা আছে। তারা দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত। তাদের বড় ভাই বেলাল হোসেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি। গত বছরের ১৫ ফেব্রুয়ারি বেলালকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

তাদের বাবা মৃত আবুল বশর সারোয়াতলী ইউনিয়নের টানা তিন দফায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন। রুমি ও বাপ্পীকে বোয়ালখালী থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানান মেজর রাসেল।

আরও পড়ুন :  জয়ের পথে বিএনপির প্রার্থী মীর হেলাল

ঈশান/মম/মখ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page