বৃহস্পতিবার- ১৭ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

ট্টগ্রাম মহানগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। এ ঘটনায় শনিবার (৫ এপৃল) দিবাগত রাতে বন্দর থানার ধুমপাড়া এলাকা থেকে স্বামী সবুজ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপৃল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান। তিনি বলেন, এই হত্যাকান্ডের পর শনিবার সন্ধ্যার দিকে আমরা ঘটনাস্থলে যাই। জানতে পারি, ওই নারীর স্বামী এই হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই সবুজকে গ্রেপ্তার করি।

জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন মাদকাসক্ত স্বামী সবুজ খন্দকার। তিনি পুলিশকে জানিয়েছেন পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। তারা একসঙ্গে থাকতেন না। পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি পরিকল্পিতভাবে তার স্ত্রীকে হত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সবুজ খন্দকার ইয়াবা সেবন করতেন। প্রায় সময় স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবনে যেতেন। টাকা নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পর তিনি আশ্রয় নেন নীলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়।

শনিবার চাকরি শেষে বিকেলে মামার বাসায় ফেরার পথে সবুজ তার ওপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়। চাঁদনী আক্তার সুখী (২৩) পোশাক শ্রমিকের কাজ করতেন। তিনি খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page