সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

অধিক তাপে বিস্ফোরণ

ইস্টার্ণ রিফাইনারির তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় তিনজন নিহত

চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার

ট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ণ রিফাইনারির তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তাদের মরদেহগুলো জাহাজে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতরা হলেন, জাহাজের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, বিএসসির ফোরম্যান নুরুল ইসলাম ও শ্রমিক মো. হারুন। এ ঘটনায় আরও ১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের ইস্টার্ণ রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন :  ওমান থেকে কফিন বন্দি হয়ে ফিরল আট প্রবাসী

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা তিন জনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

কেইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন বলেন, অধিক তাপের কারণেই তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জাহাজে বর্তমানে আর কেউ নেই বলেও জানান তিনি।

তিনি জানান, এর আগে সকাল ১১টার দিকে বিস্ফোরণের পর বাংলার জ্যোতি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বন্দর, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ ফায়ার ইউনিটের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর জাহাজ থেকে ঝুলন্ত অবস্থায় তিন জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। কমিটিতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাতকে আহ্বায়ক ও সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং ও শিপিং) মো. মোস্তাফিজার রহমানকে সদস্য সচিব করা হয়েছে। তাদেরকে সোমবার ৩০ সেপ্টেম্বর মধ্যরাতের মধ্যেই অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিপিসির চেয়ারম্যানকে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

কমিটির অন্যান্যরা হলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, বিপিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. জাহিদ হোসাইন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন), পদ্মা অয়েল কো¤পানী লিমিটেড উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) আসিফ মালিক ও যমুনা অয়েল কো¤পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন)।

এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, বাংলার জ্যোতি জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ণ রিফাইনারিতে সরবরাহ করা হয়। এর মধ্যে ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার অনুসন্ধান চলছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page