বৃহস্পতিবার- ৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে প্রয়াত এমপির কবরে হামলা, ভাঙচুর

চট্টগ্রামে প্রয়াত এমপির কবরে হামলা, ভাঙচুর

ওয়ামী লীগের সাথে জোটবদ্ধ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা ও ভাঙচুর করেছে ক্ষুব্দ জনতা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে হামলার এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার এস আই সাইফুর রহমান সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাস যোগে কিছু লোক কবরস্থানে গিয়ে হামলা করে ভাংচুর চালায় এবং কবরের উপর আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পরে আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

এস আই সাইফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা হামলা ও ভাংচুর চালিয়েছে এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। দোষিদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের শরীকদল হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের সংসদ সদস্য ছিলেন মইন উদ্দিন খান বাদল। এ সময় ২০১৯ সালের ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

এই সময়ে সংসদে দাড়িয়ে তিনি ইসলাম ধর্ম নিয়ে একাধিকবার অবমাননাকর বক্তব্য রাখেন। এতে ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত হানে। ক্ষমতাসীন থাকার কারণে ক্ষিপ্ত সাধারণ মানুষ চুপ থাকলেও তাঁকে নাস্তিক হিসেবে ডাকেন। এমনকি ক্ষিপ্ত মানুষ তার মৃত্যুর পর জানাযায়ও অংশ্র নেননি। বর্তমান সময়ে সুযোগ পেয়ে হয়তো সাধারণ ধর্মপ্রাণ মানুষ তার কবরে হামলা ও ভাঙচুর চালাতে পারে।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

প্রসঙ্গত, প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিল অন্যতম। মইন উদ্দীন খান বাদল বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন