রবিবার- ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

ট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে অটোরিকশা চালকদের হামলায় ২ পুলিশ আহত, আটক ১২

কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে সেনা-পুলিশে মুড়িয়ে আছে ভারতীয় হাইকমিশন কার্যালয়

ঈশান/মম/মখ

আরও পড়ুন