সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

ট্টগ্রামের রাউজানে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে ভান্ডারি কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় হত্যার এ ঘটনা ঘটে।

নিহত মানিক আবদুল্লাহ ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে ভান্ডারি কলোনির একটি বাসায় ভাত খেতে গিয়েছিলেন মানিক। এ সময় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন মুখোশপরা অস্ত্রধারী তাকে গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে দুর্বৃত্তরা অটোরিকশা ও মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। নিহত যুবদলকর্মীর মাথা, ঊরু ও পায়ে গুলি করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page