রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে রেলের মেরামত কারখানায় ক্ষতিগ্রস্ত বগির জট

‘‘নাশকতায় এক সঙ্গে ২০টি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় রেলওয়ের আয় কমেছে। ট্রেনগুলোতে অতিরিক্ত বগির জোগান দেওয়াও কঠিন হচ্ছে। একটি বগি ক্ষতিগ্রস্ত হলে মেরামত না করা পর্যন্ত আরেকটি নতুন বগি যুক্ত করে ট্রেন চালাতে হয়। এতে ট্রেন চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে।’  -প্রধান পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ’’

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের পাহাড়তলী মেরামত কারখানায় নাশকতায় ক্ষতিগ্রস্ত বগির জট বাড়ছে। গেল তিন মাসে নাশকতায় ক্ষতিগ্রস্ত ২০টি বগি এই কারখানায় মেরামতের জন্য আনা হয়েছে। প্রাথমিক হিসাবে এসব বগির ক্ষতির পরিমাণ অন্তত ২ কোটি টাকা।

পূর্বাঞ্চল রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘ক্রয়মূল্য হিসাব করলে প্রতিটি ইন্দোনেশিয়ান বগির দাম প্রায় পাঁচ কোটি টাকা। এসব বগি আমদানি করা হয়েছে বেশি দিন হয়নি। নতুন বগিগুলো মেরামত করতে অন্তত তিন মাস সময় লাগবে।

পূর্বাঞ্চল রেলের সহকারী প্রধান পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘নাশকতায় এক সঙ্গে ২০টি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় রেলওয়ের আয় কমেছে। ট্রেনগুলোতে অতিরিক্ত বগির জোগান দেওয়াও কঠিন হচ্ছে। একটি বগি ক্ষতিগ্রস্ত হলে মেরামত না করা পর্যন্ত আরেকটি নতুন বগি যুক্ত করে ট্রেন চালাতে হয়। এতে ট্রেন চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে।’

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, যেকোনো ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগি মেরামত করা হয় পূর্বাঞ্চল রেলের পাহাড়তলী কারখানায়। দুর্ঘটনায় কম ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামত করতে ৪৫ দিন আর বেশি ক্ষতিগ্রস্ত বগি মেরামতে তিন মাস পর্যন্ত সময় লাগে। আবার ক্ষতির পরিমাণ বেশি হলে কখনো এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

পাহাড়তলী মেরামত কারখানার ব্যবস্থাপক (নির্মাণ) সৈয়দ মোহাম্মদ আমির উদ্দিন বলেন, হঠাৎ করেই পোড়া ক্ষতিগ্রস্ত বগির জট সৃষ্টি হয়েছে। আগে কখনো এক সঙ্গে এত বগি কারখানায় আসেনি। নাশকতার ঘটনা বেড়ে যাওয়ায় মেরামত কারখানায় বিকল বগির মেরামতের কাজও বেড়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ওই তিনটি বগিই আছে পাহাড়তলী মেরামত কারখানায়।

২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগির বড় অংশ পুড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি সিলেট স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে আগুন থেকে রক্ষায় ট্রেনের বাকি বগিগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়।

২৮ নভেম্বর ঢাকা উত্তর ইয়ার্ডের পাশে থাকা বলাকা কমিউটার ট্রেনের এক বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।

৩ ডিসেম্বর গেন্ডারিয়া স্টেশনে আগুন দেওয়া হয় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। ১৩ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনায় পড়ে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে মোট ছয়টি বগি ক্ষতিগ্রস্ত হয়। এসব বগির মেরামত চলছে পাহাড়তলী কারখানায়।

গত ১৯ ডিসেম্বর ভোররাতে ঢাকার তেজগাঁওয়ে নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। বগির ক্ষতি নিরুপণের কাজ এখনও শেষ হয়নি। বগিটি পাহাড়তলী ওয়ার্কশপে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে গত ২৪ অক্টোবরে ভুল সিগন্যালে কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের সঙ্গে এগার সিন্ধু এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এ ঘটনায় এসারসিন্ধু এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের জন্য সব বগি পাহাড়তলী মেরামত কারখানায় আছে।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page