
চট্টগ্রামের মিরসরাইয়ে বাস চাপায় কামরুল আলম (৪৮) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল আলম মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে আছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কামরুল বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়ে নিহত হন।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, কামরুল ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির কিছুদূর সামনে থেকে আর জীবিত ফিরতে পারলেন না। ঘাতক বাস মুহূর্তে তার প্রাণ কেড়ে নিলো।













































