
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দওে ৪০ কোটি টাকা মূল্যের তিন কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনসহ এস্টেলিয়া শানট্যা নামে এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তিনি বাহামার নাগরিক বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিমান বন্দর কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এস্টেলিয়া শানট্যা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার পেছনে আর কে কাজ করছে, সেই আসল ব্যক্তিকে ধরার জন্য আমরা কাজ করছি।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার এস্টেলিয়া শানট্যা নামে এক নারী যাত্রী বিমান বন্দরে ব্যাগেজ রিসিভ করতে আসেন। এরপর তার ব্যাগেজ তল্লাশী করে একটি ইউপিএসয়ের ভেতর তিন কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। যার বাজারমূল্য ৪০ কোটি টাকারও বেশি।
সূত্র মতে, এস্টেলিয়া শানট্যা নামে বাহামার এক মহিলা নাগরিক গত ১৩ জুলাই যাত্রী হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এর আগের দিন ১২ জুলাই তিনি এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে দুবাই আসেন। সেখান থেকে ট্রানজিট হয়ে ফ্লাই দুবাইযোগে চট্টগ্রামে অবতরণ করেন। কিন্তু সেদিন তার সাথে কোনো ব্যাগেজ ছিলো না।
সোমবার (১৫ জুলাই) তিনি ব্যাগেজ সংগ্রহ করার পর বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তার ব্যাগ তল্লাশী করে। এ সময় কোকেন পাওয়া যায়। তবে চট্টগ্রামে আসার পর থেকে এস্টেলিয়া শানট্যা এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল।










































