রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান অ্যাডমিরাল মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান অ্যাডমিরাল মনিরুজ্জামান

ওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানের পদেও পরিবর্তন আসতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদেও। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। আগামী ১১ আগস্ট থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

এর আগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। ২০২৩ সালের ২ মে দায়িত্ব নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের যুগ্ম সচিব, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. হাবিবুর রহমান।

আরও পড়ুন :  ২৫ ঘণ্টা পুড়ে নিভল সিইপিজেডে পোশাক কারখানার আগুন

তিনি জানান, বুধবার (৭ আগস্ট) কমডোর এ কে এম আফজাল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ নৌবাহিনীর এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান পদায়নের তথ্য জানানো হয়। দায়িত্ব পালনের জন্য রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে ইতোমধ্যে নৌবাহিনী থেকে নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বর্তমানে তিনি নৌ বাহিনীর বিএনএস ঈশা খার দায়িত্বে আছেন। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডেপুটেশনে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন :  প্লাস্টিকের বিনিময়ে চট্টগ্রামে মিলছে নিত্যপণ্য ও চিকিৎসাসেবা

জানা গেছে, এস এম মনিরুজ্জামানের জন্ম কুষ্টিয়ায়। তিনি ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পাস করেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৯০ সালে এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন এই কর্মকর্তা।

কর্মজীবনে তিনি এমএফভি-৭৭, বানৌজা মধুমতি, বঙ্গবন্ধু, বানৌজা তিস্তা, বানৌজা দৌলত, এইচটিবি-৩৫, বানৌজা গোমতী, ২০১৩-২০১৪ সাল পর্যন্ত বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের অন্যতম বৃহৎ নৌঘাঁটি বানৌজা শহিদ মোয়াজ্জম ও পটুয়াখালীর ক্রমবর্ধমান নৌঘাঁটি বানৌজা শেরে বাংলার অধিনায়ক ছিলেন তিনি।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

ঈশান/মউ/মখ

আরও পড়ুন

You cannot copy content of this page