
চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বন্দরসংলগ্ন এলাকায় আরও এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে একই কারণে গত ১১ অক্টোবর হতে পরবর্তী ৩০ দিনের জন্য চট্টগ্রাম বন্দর এলাকায় যেকোনো ধরণের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ফের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম বন্দরের আশপাশের বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকায় আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজন নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি সর্বোচ্চ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। প্রতিদিন বন্দরে পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইম মুভার প্রবেশ করে। এই বিপুল যানবাহন চলাচলের কারণে বন্দরসংলগ্ন সড়কগুলো সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু বন্দর এলাকায় বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজট সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্নক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিএমপি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দর এলাকায় যানজট কমাতে এবং শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে একই কারণে গণবিজ্ঞপ্তি জারি করে গত ১০ অক্টোবর।










































