শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১১ আসনের ৯৭ কেন্দ্রে নৌকা এগিয়ে

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ৯৭ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ এগিয়ে আছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ১৮০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে জিয়াউল হক সুমন পেয়েছেন ২৬ হাজার ৭৪৫ ভোট। আসনটিতে মোট কেন্দ্র ১৫২টি।

রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম জিমনেশিয়াম মিলনায়তনে ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে। ফলাফল ঘোষণা করছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনোয়ার পাশা।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

ঈশান/সুম/মউ

আরও পড়ুন