রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন ফখরুল-খসরু

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ফলে মুক্তি পাচ্ছেন বিএনপির শীর্ষ দুই নেতা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ শুনানি এ আদেশ দেন।

এর আগে গতবছর ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর আটক করে ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তারের পর মির্জা ফখরুল বিরুদ্ধে ১১ মামলা ও আমির খসরুর বিরুদ্ধে ১০ মামলা করা হয়। প্রধান বিচারকের বাড়িতে হামলা মামলা ছাড়া অন্য মামলাগুলোতে তারা জামিন পান। আজ এই মামলায় জামিন পাওয়ায় তাদের মুক্তিতে বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page