বৃহস্পতিবার- ১৭ জুলাই, ২০২৫

জুলাই দিবসে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে শহিদদের স্মরণ

জুলাই দিবসে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে শহিদদের স্মরণ

জুলাই গণ-অভ্যুত্থানে বীর শহিদদের স্মরণে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর দাওয়াত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরোচিফ ইব্রাহিম খলিল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজের সদস্য, সিনিয়র সাংবাদিক গোলাম সরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীন।

উপস্থিত ছিলেন-রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বকোণের রাঙ্গুনিয়া প্রতিনিধি রাহাত উল্লাহ মামুন, সহ-সভাপতি ইদ্রিছ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুজিবুল্লাহ আহাদ, প্রচার সম্পাদক মোরশেদ আলম, কার্যনিবাহী সদস্য জসিম উদ্দীন ও মইন উদ্দীন প্রমুখ।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলাউদ্দিন দস্তগীর। সভায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভুমিকা ও বীর শহিদদের প্রাণ দানের ওপর আলোচনা হয়। শেষে তাঁদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page