বৃহস্পতিবার- ৪ ডিসেম্বর, ২০২৫

টাকার জন্য কি না করেছেন, এরপরও অস্বচ্ছল সানি লিওন!

টাকার জন্য কি না করেছেন, এরপরও অস্বচ্ছল সানি লিওনি!

টাকার জন্য কি না করেছেন বলিউডের অন্যতম তারকা সানি লিওনি! তাকে অনেকে ডাকেন, নষ্টা লিওনি নামে। নষ্টামি করে কামিয়েছেন কাড়ি কাড়ি টাকাও। এরপরও সেই সানি লিওনি নাকি অস্বচ্ছল। সে হিসেবে পেতেন ভারত সরকারের দেয়া অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী ভাতাও।

সম্প্রতি অবিশ্বাস্য তথ্যটি সবার সামনে ফাঁস করেন ভারতের ছত্তিশগড়ের এক বাসিন্দা। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ‘তালুর’ নামে একটি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় এনডিটিভি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি প্রকাশের পর রাজ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরইমধ্যে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে। বীরেন্দ্র যোশীর বিরুদ্ধে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে এখনও আটক করা হয়নি।

আরও পড়ুন :  এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের যুগপূর্তিতে দু‘দিনের উৎসব

ছত্তিসগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ্য এই ঘটনায় বিজেপিকে বেশ তুলোধোনা করেছেন। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে দেশটির পিছিয়ে পড়া জনগণের জন্য অনেক রকমের ভাতা চালু রয়েছে। যার মধ্যে অন্যতম, অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য ভাতা। সরকার প্রকল্পটির নাম দিয়েছে ‘মাহতারি বন্দনা যোজনা’।

প্রকল্পের অধীনে রাজ্যের বিবাহিত নারীদের মাসে মাসে ১০০০ রুপি করে ভাতা দেওয়া হয়। এই ভাতা পেতে স্থানীয় এক ব্যক্তি নিজের স্ত্রীর নাম সানি লিওনি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন। সেই ভাতাটি এতোদিন গ্রহণ করছিলেন সানি লিওনি।ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভুয়া এ ভাতার ব্যবস্থা করেছে।

আরও পড়ুন :  বিচ্ছেদের দেড় মাসের মাথায় ফের এক হলেন আবু ত্বহা-সাবিকুন

তিনি অভিযোগ করেছেন, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় থাকা ৫০ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া! তবে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা জবাবে বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস মহিলাদের এভাবে সাহায্য করতে পারেনি, বিজেপি মহিলাদের সাহায্য করছে দেখে তাদের সহ্য হচ্ছে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সানি লিওনির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই তারকা। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, টাকার জন্য জীবনে অনেক কিছুই করেছেন তিনি। মাত্র ১৮ বছর বয়স থেকেই সেসবের শুরু। অর্থ উপার্জনের জন্য অনেক কিছুই করেছি। এসবই আমার জীবনের অংশ।

আরও পড়ুন :  বিচ্ছেদের দেড় মাসের মাথায় ফের এক হলেন আবু ত্বহা-সাবিকুন

একসময়ের নীল সিনেমার জগতের এই তারকা বর্তমানে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি ওটিটি প্লার্টফর্মেও কাজ করছেন। অভিনয়ের বাইরেও তিনি আরও একটি পরিচয়ের জন্য আলোচিত। ক্যারিয়ার, অভিনয়কে সামলে নিজের পরিবার নিয়েও ব্যস্ত থাকেন সানি।

২০১১ সালে ড্যানিয়েলকে বিয়ের পর বর্তমানে তিন সন্তানের বাবা-মা এই দম্পতি। এর মধ্যে একটি মেয়ে দত্তক নিয়েছেন, বাকি দুই পুত্র সন্তানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।

উল্লেখ্য, ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’-র হাত ধরে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর ‘বিগ বস ৫’ এ অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। সবশেষ ২০২৩ সালে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবির হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পা রাখেন এই অভিনেত্রী।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page