রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে যা পেল ভারত

টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে যা পেল ভারত

ক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হলো ভারত। শনিবার (২৯ জুন) রাতে বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল রোহিত শর্মার দল।

জবাবে ব্যাট করতে নেমে জয়ের আশা জাগিয়েছিল প্রোটিয়ারা। তবে হেইনরিখ ক্লাসেন আউট হওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় এইডেন মার্করামের দল। শেষ পর্যন্ত ম্যাচটি ৭ রানে জিতে নেয় রোহিতরা।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিইএন-১ প্রকৌশলী আবু রাফির ‘উলঙ্গ দূর্নীতি’!

শিরোপা জয়ের জন্য এবারের আসরে বড় অঙ্কের প্রাইজমানির ঘোষণা দিয়েছিল ভারত। সে অনুযায়ী চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও ২ কোটি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০ কোটি ৩৭ লক্ষ টাকা।

চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি ছাড়াও আরও অর্থ পুরস্কার পেয়েছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পেয়েছে দলগুলি। এবারের আসরে গ্রুপ পর্বে ভারত ৩টি ম্যাচে জয় পেয়েছে। তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এরপর সুপার এইটেও ৩টি ম্যাচে জিতেছে রোহিতের দল।

আরও পড়ুন :  চট্টগ্রামে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশে নিষেধাজ্ঞা (তালিকা দেখুন)

প্রথম দুই রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে আইসিসি। সে হিসেবে ৬টি ম্যাচ জিতে আরও প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা পেয়েছে ভারত। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় মুদ্রায় মোট ২২ কোটি ৬ লক্ষ টাকা পেয়েছে ভারত।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page