রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ!

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ!

“ভারত ও পাকিস্তান গ্রুপ ‘এ’-তে খেলবে, যেখানে তাদের অন্য তিন সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্র। যা অন্য যে কোন গ্রুপের চেয়ে সহজতর ”

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের জন্য কঠিন গ্রুপ বলছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ।

ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও পাঁচ মাস বাকি। তবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দেশের কাছে গ্রুপের ফরম্যাট ভাগাভাগি করেছে আইসিসি। সেটাই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে গ্রুপিং জানানো হয়নি।

আরও পড়ুন :  এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও মাহিনের ওপর হামলা

টেলিগ্রাফের মতে, ‘ডি’ গ্রুপের বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। কেবলমাত্র বাংলাদেশের গ্রুপের দলগুলো প্রথম পর্বের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুটো দেশেই।

ভারত ও পাকিস্তান গ্রুপ ‘এ’-তে খেলবে, যেখানে তাদের অন্য তিন সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্র। যা অন্য যে কোন গ্রুপের চেয়ে সহজতর।

এছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, অন্য তিন দল নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গত ওয়ানডে বিশ্বকাপে চমকে দেওয়া আফগানিস্তান ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, স্বাগতিক ওয়স্ট ইন্ডিজের সঙ্গে পড়েছে। এই গ্রুপের অন্য দুটি দল উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

আরও পড়ুন :  জয়ের পথে বিএনপির প্রার্থী মীর হেলাল

চারটি গ্রুপের প্রতিটি থেকে দুটি করে দল খেলবে সুপার এইটে। দর্শকদের টিকিট কেটে রাখা ও আবাসন সুবিধার কথা চিন্তা করে আগেভাগে কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করে ফেলা হয়েছে।

ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নকআউট পর্বে উঠলে যুক্তরাষ্ট্রে এবং পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটের টিকিট পেলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশে নিষেধাজ্ঞা (তালিকা দেখুন)

আগামী ৪ থেকে ৩০ জুন চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হবে এই শিরোপার লড়াই।

ঈশান/মউ/খম

আরও পড়ুন

You cannot copy content of this page