বৃহস্পতিবার- ৪ সেপ্টেম্বর, ২০২৫

তারা এ দেশকে কাশ্মীর-গাজা বানাতে চায় : জামায়াত

তারা এ দেশকে কাশ্মীর-গাজা বানাতে চায় : জামায়াত

লাতক স্বৈরাচারী গোষ্ঠী এ দেশকে কাশ্মীর-গাজা বানাতে চায়। এ জন্য তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারী কখনো সফল হতে পারে না। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ ইসলামিক অ্যাকাডেমি (বিআইএ) মসজিদে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা এই স্মরণ সভার আয়োজন করে।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

হামিদুর রহমান আজাদ বলেন, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছাত্রজীবন থেকে আল্লাহর রাস্তায় কাজ করেছেন তিনি। আল্লাহর রাস্তায় নিজের জীবন দানও করে গেছেন আলিফ। হিন্দুত্ববাদি ইসকন তাকে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। শহীদরা মরে না, স্বয়ং আল্লাহ তাদেরকে মৃত না বলার কথা জানিয়েছেন, শহীদরা জীবিত।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে দেশের আইন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় রীতিনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে। জনরোষে পালিয়ে গিয়েও তারা বসে নেই। প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। তারা এ দেশকে কাশ্মীর-গাজা বানাতে চাই। তারা আমাদের সীমানা মুছে দিতে চায়। এ ধরণের ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসী, জঙ্গি। কোনো ধর্মই সন্ত্রাসী কর্মকান্ড সমর্থন করে না। আর কোন ষড়যন্ত্রকারী ধর্মীয় নেতা হতে পারে না।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

ইসকন কোন ধর্মীয় সংগঠন নয় দাবি করে তিনি বলেন, এটি একটি হিন্দুত্ববাদি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে যার তার প্রমাণ রেখেছে। এই হত্যাকান্ডের পরও বীর চট্টলার মুসলিমরা ধৈর্য্য ধারণ করেছে। এটাই ইসলামের শিক্ষা। ধৈর্য্য আর বিচক্ষণ ও নিয়মতান্ত্রিকভাবে আমাদের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন- নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বিআইএ মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী প্রমুখ।

ঈশান/মখ/বেবি

আরও পড়ুন