বৃহস্পতিবার- ৪ সেপ্টেম্বর, ২০২৫

দুর্নীতিতে এবার ১০ম স্থানে বাংলাদেশ

দুর্নীতিতে এবার ১০ম স্থানে বাংলাদেশ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ পিছিয়ে এবার বাংলাদেশের অবস্থান দশম।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন।

বার্লিনের সঙ্গে একযোগে দুর্নীতির ধারণাসূচক ২০২৩ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৬।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে সোমালিয়া। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা। আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।

ঈশান/খম/সুম

আরও পড়ুন