সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

দেশে করোনার নতুন ধরন জেএন.১ শনাক্ত

এবার করোনাভাইরাসের নতুন ধরন জেএন.১ শনাক্ত হয়েছে বাংলাদেশেও। এ পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন শনাক্ত করার কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, পাঁচটি নমুনায় জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।

তাহমিনা শিরীন বলেন, পাঁচজনের কারও দেশের বাইরে থেকে আসার কোনো হিস্ট্রি নেই। তারা দেশেই ছিলেন। প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

কিছুদিন আগে নতুন এই উপধরনটির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সারাবিশ্বে তাণ্ডব চালানো ভাইরাসটির নানা ধরন ও উপধরন মানুষকে আক্রান্ত করে। একটির চেয়ে আরেকটি এসেছে বেশি শক্তি নিয়ে। বহু মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :  ওমান থেকে কফিন বন্দি হয়ে ফিরল আট প্রবাসী

দুই বছরের বেশি সময় ধরে করোনার সংক্রমণ অনেকটা কমে আসে। স্বল্প সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় মানুষ করোনার কথা প্রায় ভুলতে বসেছে। তবে হঠাৎ করে কোভিড-১৯–এর জেএন.১ নামে এক উপধরন আবারও আতঙ্ক ছড়াচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া করোনার জেএন.১ উপধরনটি ইতোমধ্যে অর্ধশতর মতো দেশে শনাক্ত হয়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে বেশি আতঙ্ক ছড়িয়েছে করোনার এই ধরনটি।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

বিজ্ঞানীরা বলছেন, করোনার অমিক্রন ধরনের একটি উপধরন ছিল বিএ২.৮৬ নামে একটি ধরন। আর সেখান থেকেই এসেছে জেএন.১ উপধরনটি।

দ্রুত ছড়ানোয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’বা এর দিকে নজর রাখার মতো ধরন বলে। এমন ভীতির মধ্যে বাংলাদেশের করোনার ধরনটি শনাক্তের কথা জানাল আইইডিসিআর।

ঈশান/খম/মউ

আরও পড়ুন

You cannot copy content of this page