রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

নাশকতাকারী সন্দেহে চট্টগ্রামে ট্রেনের ছাদ থেকে আটক ২

নাশকতাকারী সন্দেহে ট্রেনের ছাদ থেকে আটক ২

নাশকতাকারী সন্দেহে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি ট্রেনের ছাদ থেকে দুই যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

আটক দুজন হলেন-মো. সুমন (২২) ও মো. আতাউল রহমান (২৭)। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. শহীদুল ইসলাম বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে হঠাৎ দুই ব্যক্তি উঠে যান। নাশকতাকারী হিসেবে তাঁদের সন্দেহে হলে আটক করে থানায় নিয়ে আসা হয়।

যাচাই-বাছাই শেষে দেখা গেছে, তাঁরা বিনা টিকিটে ভ্রমণ করার চেষ্টা করছিলেন। বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page