বৃহস্পতিবার- ১১ ডিসেম্বর, ২০২৫

নিঃসন্তান দম্পতির ঘরে একসঙ্গে এলো পাঁচ সন্তান

নিঃসন্তান দম্পতির ঘরে একসঙ্গে এলো পাঁচ সন্তান

# সুস্থ আছেন সবাই
# পেল অপ্রত্যাশিত আনন্দ

দীর্ঘ এক দশক ধরে নিঃসন্তান থাকার পর চট্টগ্রামে এনি আক্তার নামে একজন গৃহবধু একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন, যা এই দ¤পতির জীবনে অপ্রত্যাশিত আনন্দ এনেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর পিপলস হাসপাতালে ওই নারী তিন মেয়ে ও দুই ছেলের জন্ম দেন। মা ও নবজাতকরা বর্তমানে নগরীর পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন :  অর্থায়নের আগে বে-টার্মিনাল প্রকল্প ঘুরে গেল বিশ্বব্যাংকের টিম

পার্ক ভিউ হাসপাতালের চিকিৎসক ও রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন সুমি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই দ¤পতি বারবার চেষ্টার পরও সন্তান ধারণে ব্যর্থ হন এবং আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও কষ্টের সঙ্গে চিকিৎসার ব্যয় বহন করেন। তাদের সন্তান জন্মদানে সহায়তা করার জন্য ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (আইআই) পদ্ধতি ব্যবহার করা হয়।

আরও পড়ুন :  জ্বালানি সরবরাহের পাইপলাইন সচল নিয়ে গড়িমসি

ডা. সুমি আরও জানান, পাঁচ শিশুর মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ দশমিক ৬ কেজি, ১ দশমিক ৫ কেজি এবং ১ দশমিক ৪ কেজি। বাকি দুই কন্যা শিশুর ওজন কিছুটা কম, এক কেজি করে। একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম একটি ব্যতিক্রমী ঘটনা। তিনি নিশ্চিত করেছেন যে, প্রসূতি মা এনি আক্তার সুস্থ আছেন।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে আবারও জব্দ নিষিদ্ধ ঘনচিনি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত এনি আক্তারের স্বামীর জন্য একসঙ্গে পাঁচ সন্তানের চিকিৎসার খরচ বহন করা কিছুটা উদ্বেগের কারণ হলেও, দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সদস্যরা একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে অত্যন্ত আনন্দিত।

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের ৭২ ঘণ্টা অবজারভেশনে থাকতে হবে।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page