রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

বায়েজিদ লিংক রোড

পাহাড় কাটা দেখেও চুপ পরিবেশ অধিদপ্তর, ব্যবস্থা নিলো জেলা প্রশাসক

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ লিংক রোডের পাশে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে নির্মাণ হচ্ছিলো রাস্তা। যা পরিবেশ অধিদপ্তর ‘চোখে’ দেখে চুপচাপ ছিলেন। তবে নজর এড়ায়নি চট্টগ্রাম জেলা প্রশাসকের।

শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি বলেন, শনিবার সকালে বায়েজিদ লিংক রোড ধরে যাতায়াতের সময় পাহাড় কেটে রাস্তা তৈরির কর্মযজ্ঞ দেখেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আরও পড়ুন :  জয়ের পথে বিএনপির প্রার্থী মীর হেলাল

এরপর তাঁর নির্দেশে ঘটনাস্থলে অভিযানে যান চালানো হয়। অভিযানে সঙ্গে যান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বায়েজিদ লিংক রোডের পাশে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়াভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণের সত্যতা পান তারা।

পরে জেলা প্রশাসকের নির্দেশে পাহাড় কাটায় জড়িত থাকার দায়ে আকবর হোসেন খোকন নামে এক ব্যক্তিসহ ১৭ জনের বিরুদ্ধে নগরের আকবরশাহ থানায় মামলা করা হয়। আর এর আগে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করলেও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কোন ব্যবস্থা নেয়নি বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন :  চট্টগ্রামে তারেক রহমানের জনসভা রবিবার

এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক ও পরিচালকের মুঠোফোনে কল দিলেও তারা রিসিভ করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, লিংক রোডের পার্শ্বে দৃশ্যমান জায়গায় পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে একটি চক্র। দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এক্ষেত্রে কারও ছাড় নেই। পাহাড় কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। ইতোমধ্যেই যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে এবার সর্বোচ্চ আয়ের রেকর্ড

আরও পড়ুন

You cannot copy content of this page