শুক্রবার- ২৪ অক্টোবর, ২০২৫

পাহাড় কেটে কাউন্সিলর জসিমের স্থাপনা নির্মাণ

গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় অভিযান পরিচালনা করে স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের খবর পেয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিম ছুটে এসে তিনি গরুর খামার নির্মাণ করছেন বলে জানান। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দেয়াল ও স্থাপনার স্ট্রাকচার ভেঙে ফেলেন। সেই সঙ্গে কাজ বন্ধ করে দেন।

আরও পড়ুন :  ঘষামাজা করে চসিকের ৪০ কোটি টাকা কর ফাঁকি, প্রমাণ পেল দুদক

জানা গেছে, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজার ১৭৮ নম্বর দাগে এশিয়ান ইউনিভার্সিটির পিছনে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় খামার নির্মাণ করছিল একটি প্রতিষ্ঠান। যে কোন সময় পাহাড় ধসে ও দেয়াল ভেঙে প্রাণহানির সম্ভাবনা রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। অনেককেই জেল হাজতে ও অর্থদন্ড করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে অভিযানে ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি জায়গার মালিকসহ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইন ও নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন :  ঘষামাজা করে চসিকের ৪০ কোটি টাকা কর ফাঁকি, প্রমাণ পেল দুদক

আরও পড়ুন

You cannot copy content of this page