শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রেমিককে নিয়ে হাওয়া শাহরুখ কন্যা সুহানা!

প্রেমিককে নিয়ে হাওয়া শাহরুখ কন্যা সুহানা

অনেকদিন ধরেই সুহানার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন অগস্ত্যু নন্দা। প্রেমে তেমন রাখঢাক নেই তাদের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পর এক পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। ‘দ্য আর্চিজ়’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও চোখে পড়েছে তাদের রসায়ন।  

ইংরেজি বছরের প্রথমদিন উদযাপনে প্রেমিককে নিয়ে মুম্বাই ছাড়লেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান। তবে কোথায় হাওয়া হয়ে গেছেন তা এখনো জানা যায়নি। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে মন দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বর্ষবরণের ছুটি কাটানোর জন্য আগেই মায়ানগরী ছেড়েছেন অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, তামান্না ভাটিয়া, বিজয় বার্মার মতো চর্চিত যুগলেরা। সেই তালিকার নাম উঠেছে সুহানা ও অগস্ত্যেরও। যদিও তাদের সঙ্গে দেখা গেছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও।

নিজেদের সম্পর্ক নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা এড়াতেই নাকি নব্যাকেও তাদের সঙ্গে ছুটি কাটাতে নিয়ে যাচ্ছেন সুহানা ও অগস্ত্য। যদিও ঠিক কোথায় যাবেন তারা, তা এখনও প্রকাশ পায়নি।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

প্রতিবেদনে আরও বলা হয়, অনেকদিন ধরেই সুহানার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন অগস্ত্যু নন্দা। প্রেমে তেমন রাখঢাক নেই তাদের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পর এক পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। ‘দ্য আর্চিজ়’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও চোখে পড়েছে তাদের রসায়ন।

ঈশান/সুম

আরও পড়ুন