সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

ফিনল্যান্ডে কাউন্সিলর প্রার্থী হলেন চট্টগ্রামের তাসলিমা

ফিনল্যান্ডে কাউন্সিলর প্রার্থী হলেন চট্টগ্রামের তাসলিমা

ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন চট্টগ্রাম জেলার কৃতি সন্তান তাসলিমা আকতার জামান। ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। চলতি ডিসেম্বর মাসের দুই তারিখ ক্ষমতাসীন দল কোকোমুস পার্টি তাকে কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে।

এবারের নির্বাচনে হেলসিংকি শহরের কাউন্সিলে কোকমুস পার্টি থেকে তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী। আগামী বছর ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের এই স্থানীয় কাউন্সিল নির্বাচন। নির্বাচনে এপ্রিলের ২-৮ তারিখ দেয়া যাবে আগাম ভোট। ভোট দিতে পারবেন ফিনল্যান্ডে ২ বছর বসবাসরত যেকেউ। আর ভোট দানের নির্দিষ্ট শহরে ভোটের আগে ৫১ দিন।

আরও পড়ুন :  চট্টগ্রামে ১৯৪ পোশাক কারখানা ভয়াবহ অগ্নিঝুঁকিতে

তাসলিমা বলেন, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, অভিবাসীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে যুগোপযুগী পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। নারীর ক্ষমতায়ন ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করন। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ বিকাশে বাজেট বরাদ্ধ বাড়ানো। যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটর মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়জনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্ধ নিশ্চিত করা। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ছাত্রদের নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বয়োবৃদ্ধদের যথাযথ সেবা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

তাসলিমা ফিনল্যান্ড হতে প্রকাশিত একমাত্র বাংলা অনলাইন সংবাদ ২১ ডটকমের প্রকাশক। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি খেলাধুলার কল্যানে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।

চট্টগ্রম শহরে জন্ম নেওয়া তাসলিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রীদারি। তিনি ব্যবসা করার পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি ২০০৯ সালে পারিবারিক ভিসায় তিনি ফিনল্যান্ডে আসেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জননী।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

বাংলাদেশি প্রবাসীদের ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১৩ এপ্রিল স্থানীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে তা হবে হেলসিংকিতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ঈশান/মখ/বেবি

আরও পড়ুন

You cannot copy content of this page