রবিবার- ১৩ জুলাই, ২০২৫

বাঁশখালীতে চরমোনাই পীরের সমাবেশ রবিবার

বাঁশখালীতে চরমোনাই পীরের সমাবেশ রবিবার

সলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চট্টগ্রামের বাঁশখালীতে সফরে আসছেন রবিবার (১৩ জুলাই)। সফরকালে তিনি দুটি মহাসমাবেশে অংশগ্রহণ করবেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার ও দাওয়াহ স¤পাদক নুর আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, পীর সাহেব চরমোনাইর সফর ঘিরে দক্ষিণ চট্টগ্রামে চলছে ব্যাপক প্রস্তুতি। হুজুরকে কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে বাঁশখালী নিয়ে যাওয়া হবে। মোটরসাইকেল শোডাউনে অংশ নেবেন বাঁশখালী, কর্ণফুলী ও আনোয়ারার দায়িত্বশীল ও শুভাকাক্সক্ষীরা।

তিনি জানান, ১৩ জুলাই রবিবার বিকাল ২টা থেকে বাঁশখালী চাম্বলে আয়ান কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চরমোনাই পীর ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক মুফতী রেজাউল করিম আবরার উপস্থিত থাকবেন।

একই দিন বাঁশখালী জলদি মিয়ারবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী পৌরসভা শাখা। মাহফিলে বয়ান করবেন চরমোনাই পীর, মুফতী রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মুফতী সাঈদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আব্দুস সত্তার ইসলামবাদী, মাওলানা মাহমুদ মাদানী প্রমুখ।

এতে সভাপতিত্ব করবেন বাঁশখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা শাহ আব্দুল জলিল। এছাড়া পীর সাহেব চরমোনাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন বড় মাদরাসা সফর করারও সম্ভাবনা রয়েছে। এই সফর থেকে বাঁশখালী-১৬ এবং আনোয়ারা-কর্ণফুলী-১৩ আসনের হাতপাখার এমপি প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।

সফরে চরমোনাই পীর ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তিনি ধর্মপ্রাণ জনতার উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করবেন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকার আহ্বান জানাবেন বলে সূত্র জানায়।

পীর সাহেব চরমোনাইর আগমন কে ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে একপ্রকার আনন্দ বিরাজ করছে। চরমোনাই পীরের আগমন ঘিরে বাঁশখালীতে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। ধর্মপ্রাণ জনতা ও কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মোবারক হোছাইন আসিফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা, ১নং ওয়ার্ড শাখা। আহবায়ক হাফেজ মাও: মোহাম্মদ লোকমান হাকিম অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে স্থানীয় নেতাকর্মী ও দ্বীনি ভাইদের সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে মুফতি রেজাউল করিম অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি পান। তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের পক্ষে সরব ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ইসলামী আন্দোলন দেশজুড়ে গণজাগরণ তৈরি করে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page