রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের পণ্যবাহী ৩ জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

বাংলাদেশের পণ্যবাহী ৩ জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

টেকনাফের নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো জাহাজ তিনটি নিয়ে যায় গোষ্ঠীটি।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল পর্যন্ত জাহাজগুলো আরাকান আর্মির হেফাজতেই রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, তল্লাশির নাম করে তারা জাহাজ তিনটি নিয়ে আটকে রাখে। এসব জাহাজে করে মিয়ানমার থেকে বৈধভাবে আমদানি করা নানা ভোগ্যপণ্য ছিল। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

স্থানীয়রা জানান, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে পণ্যবাহী কোনো জাহাজ মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসেনি।

আরও পড়ুন :  প্লাস্টিকের বিনিময়ে চট্টগ্রামে মিলছে নিত্যপণ্য ও চিকিৎসাসেবা

সবশেষ গত ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আটকে রাখা তিনটি জাহাজে করে ইয়াঙ্গুন থেকে আচার, শুঁটকি, সুপারিসহ ৩০ হাজার বস্তার বেশি পণ্য নিয়ে আসা হচ্ছিল।

স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, মূলত আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page