সোমবার- ১৫ ডিসেম্বর, ২০২৫

বোরকা পড়ে যুবলীগ নেতাকে গুলি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বোরকা পরে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেনকে (৩৮) গুলি করেছে দূর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ৮টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে এই গুলির ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে জামাল হোসেন মারা যান।

জামাল তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নওয়াগা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

আরও পড়ুন :  ট্রেনে ইয়াবা পাচারে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি, শাস্তি শুধুই বদলি!

তিনি বলেন, ‘যুবলীগ নেতা জামালকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে শুনেছি। এখনো পর্যন্ত জামালের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গৌরীপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবলীগ নেতা জামাল এশার নামাজ পড়তে পশ্চিম বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরা তিনজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যান। বাজারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন :  বাজার থেকে তুলে নিতে হবে গোয়ালিনী গুড়ো দুধ

আরও পড়ুন

You cannot copy content of this page