সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার

ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার

ট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আখাউড়া থেকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হান্নান ও নাইম নামে আরও দুই যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজিবি সরাইল ব্যাটালিয়নের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বিজিবি হেফাজতে আছেন। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চেয়েছিলেন। স্থানীয় একটি পাচারকারি চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে।

আরও পড়ুন :  চট্টগ্রামে ১৯৪ পোশাক কারখানা ভয়াবহ অগ্নিঝুঁকিতে

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী রাউজানে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তাদের ভয়ে রাউজানের মানুষ তো দূরের কথা, পোকা-মাকড় পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারেনি। তাদের কুটচালে রাউজানে ভৃুমিদখল, চাঁদাবাজিসহ একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ঈশান/খম/সুম 

আরও পড়ুন

You cannot copy content of this page