মঙ্গলবার- ২০ মে, ২০২৫

ভিক্ষুককে ধর্ষণের দায়ে সিএনজি চালক কারাগারে

ভিক্ষুককে ধর্ষণের দায়ে সিএনজি চালক কারাগারে

ফুটপাত থেকে এক নারী ভিক্ষুককে সিএনজি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এমন অভিযোগে অটোরিকশা চালককে চট্টগ্রামের চান্দগাঁও থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আদালতের বিচারক রবিবার (১৬ মার্চ) বিকেলে ওই আসামিকে কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, গত ১১ মার্চ রাতে এক ভিক্ষুক নারী (৩৫) থানায় এসে বলেন সিএনজি অটোরিকশাচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছেন। পরে আমরা সিএনজির দুটো নম্বর নিয়ে অনুসন্ধান শুরু করি।

শনিবার (১৬ মার্চ) দিনগত রাত ২টার দিকে সিএনজির চালকের নম্বর ট্র্যাক করে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখে চিনতে পারেন। গ্রেপ্তার অটোরিকশা চালক মো. আবদুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেন। আইনী ব্যবস্থা গ্রহন শেষে আসামীকে রোববার (১৬ মার্চ) দুপুরে সিএমএম আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

No more posts to show