
ভারতের উড়িষ্যা প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম বিশ্ব ওড়িশি নৃত্য উৎসব। যেখানে অংশ নিয়ে মঞ্চ কাপাঁতে যাচ্ছেন চট্টগ্রামের নৃত্যশিল্পী ও নৃত্যরূপ একাডেমির পরিচালক প্রিয়াংকা বড়ুয়া। আগামী ১৮-২০ ডিসেম্বর পর্যন্ত উড়িষ্যার ভুবনেশ্বরের গুরু কেলুচরণ মহাপাত্র ওআরসি অডিটোরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, সিঙ্গাপুর, পোলান্ড, ইউক্রেন এর নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। উৎসবের ২য় দিন প্রিয়াংকা বড়ুয়া ওড়িশি নৃত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মোক্ষ পরিবেশন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রিয়াংকা বড়ুয়া বলেন, বিগত এক যুগ ধরে আমি ওড়িশি নৃত্যের চর্চা করছি। বাংলাদেশের প্রখ্যাত ওড়িষি নৃত্যশিল্পী এবং চট্টগ্রামের প্রখ্যাত ওড়িষি নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিচালক প্রমা অবন্তীর কাছে ওড়িশি নৃত্যে আমার হাতেখড়ি হয়।
বর্তমানে আমি প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী আইসিসিআর স্কলার বেনজীর সালামের নিকট ওড়িশির বিভিন্ন অনুষঙ্গে তামিল নিচ্ছি। ইতিপূর্বে ২০২১ সালে ভার্চুয়ালি বিশ্ব ওড়িশি উৎসবে আমি অংশগ্রহণ করেছিলাম।
নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া বলেন, গত ২০২১ সালের ৩ জুলাই আমি চট্টগ্রামে নৃত্যরূপ একাডেমি প্রতিষ্ঠা করি। এরপর থেকে এ একাডেমির অনেক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। নৃত্যে আসুক প্রাণের সুধা, ছন্দে হাসুক এই বসুধা এই প্রতিপাদ্যকে ধারণ করে নৃত্যরূপ একাডেমি প্রতিষ্ঠা করা হয় বলে জানান প্রিয়াংকা বড়ুয়া।
নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া আরও বলেন, নৃত্যরূপ একাডেমির অন্যতম লক্ষ্য হল মানুষের মনে শিল্পের সৌন্দর্য্যকে ছড়িয়ে দেওয়া, নৃত্যের ছন্দে মানুষকে নির্মল বিনোদন দেওয়া এবং সংস্কৃতিমনষ্ক প্রজন্ম গড়ে তোলা। একই সাথে দেশের জন্য সম্মাননা বয়ে আনা। এ জন্য আমাদের নৃত্যচর্চা করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বড় বড় মঞ্চে অংশ নিতে হবে। সে লক্ষ্যে আমি ১৪তম বিশ্ব ওড়িশি নৃত্য উৎসবে অংশ নিতে যাচ্ছি।
ঈশান/সুম/মউ