
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান কাকনকে রবিবার পুলিশ হেফাজতে নিয়েছে চকবাজার থানা পুলিশ।
রবিবার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দিচ্ছিলো ইসরাত জাহান। তাই শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আটক করে পুলিশে খবর দেয়।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধের খবর পেয়ে তিনি টিম পাঠিয়ে কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।