রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

মিডল ইস্ট সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের নাসরিন

মিডল ইস্ট সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের নাসরিন

ধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪ এর চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ ১৮ আগস্ট রবিবার। দেশটির রাস আল খাইমায় আরব সাগরের তীরে এই আয়োজনের পর্দা নামছে।

বিশ্বের ৫০টি দেশের ১০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করছে। এবারের আসরের চূড়ান্ত পর্বে রয়েছেন বাংলাদেশের বরিশালের পিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা কুইন। পাবলিক ভোটের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ভোটের দিক থেকে আজ রবিবার সকাল পর্যন্ত বাংলাদেশি নাসরিনের অবস্থান এখন প্রথম স্থানে রয়েছে। ভোটাররা ১০ দিরহাম খরচ করে ভোট দিতে পারছেন। একজন সর্বোচ্চ দশটি ভোট দেওয়ার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যে অবস্থানকারী ভোটাররা আশাবাদী চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি এই প্রতিযোগী বিজয় ছিনিয়ে আনবেন।

নাসরিন জানান, শুক্রবার প্রতিযোগিতার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার মূল পর্বে সুন্দরীদের মেধা, উপস্থাপনা, পোশাক, বাহ্যিক সৌন্দর্য ও এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশ্লেষণ ছিল। আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য গত ছয় মাস থেকে গ্রুমিং সেশনে নিজেকে তৈরি করেছি। চূড়ান্ত বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব।

নাসরিন আরও জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান। শিশু অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র নাগরিক আন্দোলনে সাতজন শিশুর প্রাণ বলিদানকে অত্যন্ত নৃশংস এবং অমানবিক বলে উল্লেখ করেন। এ ছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে অমানবিকভাবে শিশুদের ওপর নির্যাতন ও বর্বরতা চালানো হচ্ছে তাদের পাশে দাঁড়াতে চান এই প্রতিযোগী।

বরিশালের পিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে এলএলবি শেষ করে বর্তমানে তিনি দুবাইতে কুইন ফ্যাশন নামে একটি ফ্যাশন হাউস পরিচালনা করছেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page