শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু

ট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে ৮টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ রূপসী ঝরনায় নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। পরবর্তীতে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে মুসফিকুর রহমান আদনান (২১) ও লক্ষীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে মাহবুব রহমান মুত্তাকিম (২১)।আদনান রাজধানীর ঢাকা ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মুত্তাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় ১১ জন বন্ধু মিলে মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝরনায় ঘুরতে আসেন। এসময় ছবি তুলতে গিয়ে পা পিছলে ঝরনার কূপে পড়ে যায় মুশফিকুর রহমান আদনান। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে মাহবুব রহমান মুত্তাকিমও কূপে পড়ে যায়।

বন্ধুরা ও স্থানীয়রা তাদের উদ্ধারের ব্যর্থ হলে পরবর্তীতে তারা স্থানীয়দের সহায়তায় মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত আদনানের খালাত ভাই আফিফুর রহমান বলেন, আমার খালাত ভাই ও এলাকার এক ছোটভাই ১৩ জন মিলে মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে আসি। ঝরনার কূপে গিয়ে ছবি তোলার সময় মুত্তাকিম পড়ে গেলে আমার খালাত ভাই আদনান তাকে উদ্ধার করতে গেলে সেও কূপে পড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে ঝরনার কূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার সকালে রূপসী ঝরনায় ২জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে আমাদের সঙ্গে যোগ দেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৫ সদস্য। দীর্ঘ ৪ ঘণ্টা পর ঝরনার কূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

যোগাযোগ করা হলে মিরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, মিরসরাইয়ের রূপসী ঝরনায় পা পিছলে পড়ে দুই বন্ধু নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় ওপর থেকে পাথর পড়ে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন