
যৌথবাহিনীর অভিযানের পূর্বেই চট্টগ্রামে ওয়াসার মোড়ে রাস্তায় মিলল নামিদামি ব্র্যান্ডের কোটি টাকার বিলাসবহুল একটি ল্যান্ড রোভার গাড়ি। গত চার দিন ধরে রাস্তায় পড়ে থাকতে দেখে নগরীর খুলশী থানা পুলিশকে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা।
পুলিশ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে এসে অনেক অনুসন্ধানের পর গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। এমন তথ্য জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।
তিনি জানান, গাড়িটি একই স্থানে চারদিন ধরে দাঁড়ানো দেখে সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের। এরপর খুলশী থানায় জানালে পুলিশ অনুসন্ধান চালিয়ে মালিকের হদিস না পেয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, এটি যেনতেন কোনো গাড়ি নয়। ল্যান্ড রোভার গাড়ি। নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি। যার বাজার মূল্য আড়াই কোটি টাকার উপরে। এত দামি গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
তবে বিআরটিএ চট্টগ্রাম থেকে জানানো হয়েছে, গাড়িটি ঢাকার গুলশান-২ এর ও এন্ড এম সলিউশন বাংলাদেশ লিমিটেডের নামে ঢাকার উত্তরা বিআরটিএতে রেজিস্ট্রিকৃত। যার নাম্বার ঢাকা ম্েেট্টা-দ, ১১-২৮৮৩। গাড়িটির রং সাদা।
সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, ২০০৭ সালে তত্ত্ববধায়ক সরকারের আমলে যৌথ বাাহিনীর অভিযানের সময় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর ও নগরে এমন বিলাসবহুল গাড়ি রেখে নিজেকে আড়াল করেছিল দূর্নীতিবাজ প্রভাবশালীরা। ঠিক একইভাবে অন্তর্বর্তিকালীন সরকারের যৌথ বাহিনীর অভিযানের পূর্বেই এমন ঘটনা ঘটল চট্টগ্রামে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধি ছাত্র-জনতার গণ অভ্যূত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তিকালীন সরকার আগামিকাল ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। তারই প্রাক্কালে চট্টগ্রাম ওয়াসা মোড়ে রাস্তায় মিলল ফেলে রাখা কোটি টাকার ল্যান্ড রোভার গাড়ি।
ঈশান/খম/সুম













































