বৃহস্পতিবার- ৪ ডিসেম্বর, ২০২৫

রাউজানে দূর্বৃত্তের গুলিতে গুরুতর আহত যুবদল নেতা

রাউজানে দূর্বৃত্তের গুলিতে গুরুতর আহত যুবদল নেতা

ট্টগ্রামের রাউজানে দূর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট বাজারে ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাউজান থানার সেকেন্ড অফিসার (এসআই) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। আনোয়ার হোসেন বাচলু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হেেচ্ছ।

আরও পড়ুন :  বৈদেশিক সরঞ্জাম কেনাকাটায় ইন্ডিয়ান কোম্পানির দাপট

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল জানান, গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাচলু কদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমির পাড়া এলাকার আবদুস ছালামের ছেলে। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তার প্রতিপক্ষ দলের দূর্বৃত্তরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

আরও পড়ুন :  এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের যুগপূর্তিতে দু‘দিনের উৎসব

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট বাজারের আবু তালেব মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। সাড়ে ১০টার দিকে হঠাৎ উত্তর দিক থেকে সিএনজিচালিত চারটি অটোরিকশায় করে ১৫-২০ জন অস্ত্রধারী এসে তাকে গুলি করে মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তারা সেখানকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ফাঁকা গুলি করতে করতে চলে যায়।

আরও পড়ুন :  বিচ্ছেদের দেড় মাসের মাথায় ফের এক হলেন আবু ত্বহা-সাবিকুন

পরে আশপাশের লোকজন আনোয়ারম হোসেন বাচলুকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঈশান/শক/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page