
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আগামীকাল সোমবার বিকাল চারটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আসছেন। সেখানে দুটি পথসভা করবেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গুনিয়ার ছাত্র প্রতিনিধি ফারহান তালুকদার রবিবার (২৫ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গুনিয়া পৌর এলাকার রোয়াজার হাট ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকায় পথসভার আয়োজন করে।
এই সভায় প্রধান অথিতি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পথসভায় আরো যোগ দিবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, আরমান হোসাইন ও আজিজুর রহমান রিজভী প্রমূখ।